মে ১৭, ২০২৩
রমজাননগরে ০৪টি গরুসহ ৩ জন আটক
![]() সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী ছন্নতের মোড় থেকে ০৪টি গরুসহ ৩জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মে) রাত আড়াইটার দিকে শ্যামনগর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মোঃ মাহদুদ আলীর পুত্র মোঃ ছাব্বির হোসেন, মান্নান বরকনদাসের পুত্র মোঃ এবাদুল ইসলাম, শুকদেবের পুত্র দেব্রত। এ ঘটনায় শ্যামনগর থানার এস,আই অমিত বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং – ৩৯। মামলার বাদী এস,আই অমিত জানান, বুধবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে গরু আসছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক রাতেই রমজাননগর ইউনিয়নের টেংরাখালী ছন্নতের মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৪টি গরুসহ ৩জনকে আটক করা হয়। আটককৃদের বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 6,248,296 total views, 2,114 views today |
|
|
|