মে ১৬, ২০২৩
ভোমরায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে নিতে পাঁয়তারা
![]() স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে নিতে জামায়াত শিবিরের নেতা কর্মীরা পায়তারা চালাচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা নবাতকাটি মৌজার ২৫ নম্বর জেএল এর খতিয়ান নং-১০১৫, দাগনং- ৯১৯ জমিতে মঙ্গলবার(১৬ মে) বেলা ১২টায় এ ঘটনা ঘটে। দীর্ঘ দিন ধরে পালিয়ে থাকা জামায়াতের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের মহড়ায় জমিতে ঢুকে ভাংচুর ও লুটপাটের ঘটনায় পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজমান।
এ ঘটনায় ভুক্তভোগী যশোর ঝিকরগাছা কীর্তিপুর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নিছার উদ্দিন আহমেদ (৫৫) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে জামায়াত নেতা নাসির উদ্দিন ও হাফিজুল ইসলামসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে ভীতিকর অবস্থার সৃস্টি করেছে। অবৈধ দলিল দেখিয়ে বিভিন্ন জায়গা জমি দখল করা এই চক্রের প্রধান কাজ। তাদের কাজে বাঁধা দিয়ে তারা মামলার ভয় দেখায় এবং বহু মানুষের নামে তারা মিথ্যা মামলা করেছে।
নিছার উদ্দিন আহম্মেদ আরো জানান, জামায়াত নেতা নাছির উদ্দিন দীর্ঘ দিন যাবত আমাদের পরিবারের মালিকানাধীন জমিসহ অত্র এলাকার বিভিন্ন জমিজমা দখলে নিতে চেষ্টা করছে। অত্র এলাকার কিছু জামায়াত ও পলাতক জামায়াত নেতাদের ছত্রছায়ায় দৗর্ঘ দিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করছে। 6,248,044 total views, 1,862 views today |
|
|
|