Site icon suprovatsatkhira.com

বাকাল চেকপোষ্ট এলাকা থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অর্ধকোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোষ্ট থেকে উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
বিকালে সংবাদ কর্মীদের ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বর্ণ একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটর সাইকেল রেখে দ্রæত পালিয়ে যায়। পরে টহল দল চোরাচালীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version