নিজস্ব প্রতিবেদক : পবিত্র কুরআন অবমাননা করায় সদরের ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন সূত্রে জানা যায়- ফিংড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা হোমিওপ্যাথিক ডাঃ ফরহাদ হোসেনের পালিত কন্যা ফারহানা সুলতানা (১৮) গত ১০মে বুধবার তার বাসভবনে পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা ছিড়ে পা দিয়ে পিষে ফেলে। ঘটনাটি মূহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ফরহাদ হোসেনের বাড়ীতে ভীড় জমায়। খবর পেয়ে তাৎক্ষণিক সদর থানার এএসআই আবু তাহেরের হস্তক্ষেপে জনগনের রোষানল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
তারই ধারাবাহিতায় (১২ মে শুক্রবার) উক্ত মানববন্ধনের আয়োজন করে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লীরা। হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বক্তারা ফারহানার সর্বোচ্চ শাস্তির দাবী জানান এবং এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
6,202,439 total views, 1,836 views today