মে ২৫, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় সাতক্ষীরায় মামলা
![]() নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর(এপিপি) বাদি হয়ে বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর মামলটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুটিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায়“ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে ও পদত্যাগ করার জন্য যা করার দরকার তাই করা হবে” বলে মন্তব্য করেন। স্বাধীন দেশের নির্বাচিত সরকার প্রধানকে এভাবে হত্যার হুমকি দেশ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
মামলায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ ১১জনকে সাক্ষী করা হয়েছে। 6,853,248 total views, 1,053 views today |
|
|
|