মে ২৮, ২০২৩
পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ মে) সকালে শহরের পলাশপোল বউ বাজার এলাকায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথি হিসেবে রাস্তায় নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর ও সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। পলাশপোল বউ বাজার সংলগ্ন মেন রাস্তা হতে আদর আলীর দোকান হতে কাদের মাওলানার বাড়ি পর্যন্ত ২২৯ ফুট গলি রাস্তা ও একই প্রকল্পে ড্রেণ নিমাণসহ ৩টি কাজ মোট ১ লক্ষ ৫ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে নিমাণ করা হচ্ছে। 6,577,268 total views, 1,654 views today |
|
|
|