মে ১৮, ২০২৩
দেবহাটায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটার এরিয়া প্রোগ্রামের আওতায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা হাইস্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন কর্তৃক পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর আওতায় উক্ত সদস্যদের গ্রাজুয়েশন ঘোষণা করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান। শুভেচ্ছা বক্তব্য দেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষণা করেন। একই সাথে সরকার কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশের রূপকল্প ২০৪১ এর জন্য শিশুদের প্রস্তুত করার ব্যাপারে বাবা-মা দের আরো বেশি যতœশীল হওয়ার ব্যাপারে আহবান করেন। 6,248,019 total views, 1,837 views today |
|
|
|