মে ২৯, ২০২৩
দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ইউপি সচিব গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, নির্মল কুমার মন্ডল, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম সরদার, মহিলা ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা খাতুন, সদস্য জুলেখা খাতুন সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি বৃন্দ। বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে সখিপুর ইউনিয়নে ১ কোটি ৬৯ লাখ ২১ হাজার ৮৪০ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম । 6,559,316 total views, 1,338 views today |
|
|
|