মে ৪, ২০২৩
তালায় দলিত নারীদের মাঝে ঋনের চেক প্রদান
![]() তালা প্রতিনিধি : তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা বিভিন্ন এলাকার দলিত ও হতদরিদ্র নারীদের মাঝে ঋনের চেক প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে বুধবার (৩ মে) সকালে তালা উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঋনের চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন। এসময় কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা আক্তার রুমা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্তী রানী মন্ডল, নির্বাহী পরিচালক শ্যামলী দাস, উপদেষ্টা দিলিপ কুমার দাস, প্রোগ্রাম অফিসার জুয়েল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠির দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সহজ শর্তে এই ঋন বিতরন করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানাগেছে। 6,241,203 total views, 4,414 views today |
|
|
|