মে ২, ২০২৩
তালার খলিষখালীতে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
খায়রুল আলম সবুজ, (খলিষখালী) পাটকেলঘাটা প্রতিনিধি: তালার খলিষখালী গ্রাম থেকে ইউনুস আলী গাজী (৩৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে। সোমবার (১ মে) সকালে গ্রামের লোকজন ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি জানান, গত শনিবার সকাল থেকে নিখোজ ছিল ছেলে ইউনুস আলী। তাকে বহুস্থানে খোজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে খলিষখালী গ্রামের শিব সিংহের বাঁশ বাগানের ভিতর ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন জানান, ইউনুস আলী গাজী মানসিকভাবে অসুস্থ্য ছিল। একারনে সে আত্মহত্যার করতে পারে বলে ধারনা করা হচ্ছে। 8,223,480 total views, 3,472 views today |
|
|
|