মে ২৫, ২০২৩
ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক রমেশ সরদার প্রমুখ। সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের কবির জীবনী পড়ার আহবান জানান। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহŸান জানান। আলোচনা সভা শেষে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবি নজরুলের গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন। 6,247,970 total views, 1,788 views today |
|
|
|