মে ২৫, ২০২৩
চরবালিথা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ
![]() নিজস্ব প্রতিনিধি: দেবহাটার চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা সুলতানার অপসারণ দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলী হাসানসহ বেশ কয়েকজন অভিভাবক, জমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন। একইসাথে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভাগীয় এবং জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা অফিস গুলোতে দায়েরকৃত অভিযোগের অনুলিপি প্রেরণ করেন তারা।
দায়েরকৃত লিখিত অভিযোগটিতে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনকে অযোগ্য, দূর্নীতিগ্রস্ত ও অসৎ ব্যাক্তি আখ্যা করে ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নফাঁস, স্কুলে অনিয়মিত উপস্থিতি, অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে অসদাচরণ, ম্যানেজিং কমিটির নের্তৃবৃন্দের স্বাক্ষর জালিয়াতি ও ভূয়া ভাউচার তৈরীসহ গুরুতর বেশ কয়েকটি অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তিমুলোক ব্যবস্থার দাবি জানানো জানানো হয়েছে। 6,208,497 total views, 3,628 views today |
|
|
|