Site icon suprovatsatkhira.com

ঘূর্ণিঝড় “মোকা” মোকাবিলায় দেবহাটায় ব্যাপক প্রস্তুতি গ্রহণে সভা

দেবহাটা প্রতিনিধি : আসন্ন ঘূর্ণিঝড় “মোকা” মোকাবিলায় দেবহাটায় ব্যাপক প্রস্তুতি গ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার শেখ গোলাম আযম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার,সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় ঘূর্ণিঝড় “মোকা” মোকাবিলায় আশ্রয়কেন্দ্র, উদ্ধার কর্মী, মেডিকেল টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঘূর্ণিঝড় সর্তকর্তায় আগাম মাইকিং করা। সংকেত মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থানে মানুষকে নিতে হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘূর্ণিঝড় উপলক্ষ্যে কন্ট্রোল রুম খোলা হবে বলেও জানানো হয় সভায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version