Site icon suprovatsatkhira.com

কয়রায় অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে মামলা

কয়রা প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলা সদরের দেউলিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা লাইসেন্সবিহীন ১৬টি করাতকলের মধ্যে ১১টি করাতকল মালিকের বিরুদ্ধে সামাজিক বন বিভাগ আদালতে মামলা দায়ের করেছে। জানা গেছে, কয়রা সদর ও আশপাশ এলাকা, আমাদি, চাঁদালি, কুশোডাঙ্গা, শুড়িখালি, ভান্ডারপোল, চান্নিরচক, বগা, লোকা সহ অন্যত্র অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশত করাতকল।

এ সকল করাতকলে পুরোদমেচলছে কাঠ চেরাই। বেশ কয়েকটিতে রাতের অন্ধকারে সুন্দরবনের কাঠ চেরাই করা হয়ে থাকে। বন এলাকার ১০ কিলোমিটারের বাইরে করাতকল স্থাপনের বাধ্যবাধকা রয়েছে কিন্তু আইন না মেনে বনের ৫/৭ কিলোমিটার সীমানার মধ্যে করাতকল স্থাপন করে কাঠ চেরাই চালিয়ে যাচ্ছে অসাধু মালিকেরা। লাইসেন্স না থাকা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করাতকল মালিকদের দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিল। কিন্ত তারা আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে কাঠ চেরাই অব্যাহত রেখেছে। দেউলিয়া বাজারের করাতকল মালিক ফতেআলী বলেন, লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু ভূমি অফিস থেকে জমির প্রত্যায়ন না পাওয়ায় লাইসেন্স পেতে দেরী হচ্ছে। সামাজিক বন বিভাগের ফরেস্টার প্রেমানন্দ কুমার জানিয়েছেন, কয়রা সদরের দেউলিয়া বাজারেঅবৈধভাবে গড়ে ওঠা করাতকল অপসারনে ১১ জন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিরুদ্ধে মামলা রুজ্জু করা হবে। করাতকল উচ্ছেদে খুব শীঘ্রই অভিযান চালানো হবে বলে তিনি মন্তব্য করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version