মে ১০, ২০২৩
কৃষি শ্রমিকের অভাবে ২০ শতাংশ জমির ধান মাঠে ঘুর্ণিঝড় মোখা’য় আতংকিত সাতক্ষীরার ইরি বোরো চাষীরা
![]() নিজস্ব প্রতিনিধি: আগামী দুই এক দিনের মধ্যে সাতক্ষীরা অঞ্চলে ঘুর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে এমন খবরে ইরি বোরো ধান চাষীরা ব্যস্থ সময় পার করছেন। কষ্টের ফসল ঘরে তুলতে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে তারা মাঠের ধান বাড়িতে তুলে আসার চেষ্টায় মরিয়া হয়ে রাত দিন কাজ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম জানান, ঝড় বৃষ্টি হলে নিন্মঞ্চলের কৃষি জমি পানিতে তলিয়ে যায়। জমে থাকা পানি বের করতেও কৃষকের অতিরিক্ত খরচ হয়ে যায়। ফলে দুর্যোগ আসার আগেই ইরি বোরো ধান কর্তন করে ঘরে তুলতে হবে। ঘুর্ণিঝড় মোখা’র আঘাতে কৃষকের ধানের যাতে ক্ষতি না হয় সে জন্য দ্রæত ধান কেটে বড়ি তোলার জন্য প্রতিটি ইউনিয়নের কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ধান চাষীদের কাছে সতর্ক বার্তা পৌছে দেয়া হয়েছে। কৃষকরা সরকারি নির্দেশিকা মেনে চললে ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে খোজখবর নিয়ে জানাগেছে জেলার তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা ও কালিগজ্ঞ উপজেলায় ২০ শাতাংশ জমিতে চাষ কৃত হাই ব্রিড ও নাবী জাতের ধান কাটা হয়নি। এর মধ্যে কৃষি শ্রমিকের অভাবে কিছু কিছু জমিতে ধান কেটে রাখা হয়েছে। কেউ কেউ ধান কেটে স্তুপ করে রেখেছে। 6,208,474 total views, 3,605 views today |
|
|
|