মে ৮, ২০২৩
কলারোয়ায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে কলারোয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও ফিতা কেটে সোমবার (০৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধন করা হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নিলা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, সহকারি উপজেলা প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কবির হোসেন, সমীর কুমার ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও মেলায় অংশগ্রহণকারী প্রান্তিক কৃষি খামারীরা। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কলারোয়ার বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলায় বিভিন্ন স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে। 8,561,925 total views, 630 views today |
|
|
|