মে ২৭, ২০২৩
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উপজেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
শনিবার সকাল ৮:০০ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় নবারুণ স্কুল মোড়স্থ জেলা কার্যালয়ে উপজেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মাও: এ.কে.এম. রেজাউল করিম, জেলা সেক্রেটারি প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী, দ্বীনি সংগঠন সাতক্ষীরা জেলা যুগ্ম সম্পাদক মো: মনিরুল ইসলাম। প্রধান অতিথি উপস্থিত সকলকে তারবিয়াত প্রদান করেন এবং বিভিন্ন বিষয়ে সাংগঠনিক পরামর্শ দেন। তিনি যুব সমাজের উন্নয়ন ও যুব সমাজকে ধংসের পথ থেকে ফিরিয়ে আনার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ সভাপতি মো: আলমগীর হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজর আলী, সাংগাঠনিক সম্পাদক মো: কবিরুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দীন, অর্থ সম্পাদক মো: হাফিজুর রহমান, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি মোঃ ছফিউল্লাহ রহমানি, আইন ও মানবাধিকার সম্পাদক ডাঃ মোঃ হেলাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ মোঃ বাইজিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আঃ আলিম, তালা থানা সভাপতি মুফতি আঃ কাদের, দেবহাটা থানা সভাপতি মোঃ আজিজুল ইসলাম, আশাশুনি থানা সভাপতি মোঃ আল আমিন বাপ্পী, থানা/উপজেলা দায়িত্বশীলবৃন্দ। তারবিয়াত পরিচালনা করেন প্রভাষক ডা: মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,499,737 total views, 3,936 views today |
|
|
|