মে ১২, ২০২৩
আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৮
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীসহ বিভিন্ন মামলায় ৮ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের দুলাল নাথ এর ছেলে ধর্ষন মামলার আসামী তাপস নাথ (৩৮) কে আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের আবুল কালাম গোলদার এর ছেলে আলীম গোলদার (১৯), কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মোকসেদ সরদারের ছেলে রফিকুল সরদার (৫০) ও আব্দুর রহিম সরদারের ছেলে রায়হান সরদার (২৪), আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের সামাদ মিস্ত্রীর ছেলে মোঃ শরিফুল মিস্ত্রী (৩৫) ও আবুল কাশেমের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের আব্দুল বারী গাজীর ছেলে মোঃ ইয়াইয়া গাজী ওরফে (ইয়া খান), কাকবাসিয়া গ্রামের ফজলু সরদারের ছেলে মোঃ আছাফুর রহমান (৩১)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 6,853,794 total views, 1,599 views today |
|
|
|