এপ্রিল ১০, ২০২৩
শ্যামনগরে অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা
শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের দুরমুজখালী পল্লীতে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভোগদখলীয় -রেকর্ডীয় জমি অবৈভাবে দখল করার পাঁয়তারাকারীর বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা পূর্বক সঠিক সীমানা নির্ধারণে জমি পরিমাপ করানোর ব্যবস্থারদাবীতে লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগটি দায়ের করেন-দুরমুজখালী গ্রামের আব্দুল মজিদ এর পুত্র এস, এম আব্দুল্যাহ আল বাপ্পী। অভিযোগ সূত্রে প্রকাশ, এস, এম আব্দুল্যাহ আল বাপ্পীর দুরমুজখালী মৌজার ৪৩ শতক জমির মধ্য থেকে একই গ্রামের ইমান আলী শেখের পুত্র মিজান শেখ অবৈধভাবে ভাবে জবর দখলের পাঁয়তারা করছে। যা আদৌও মিজান শেখের কোন বৈধ কাগজপত্রাদী নেই।বিগত ১৯/১১/২০২৩ তারিখে ৪৮৯২ কোবলা রেজিঃ মূলে অদ্যবধি ভোগ দখলে এস, এম আব্দুল্যাহ আল বাপ্পী। বাপ্পী একক ভাবে বা বৈধভাবে তার জমি রক্ষা করতে গেলে শান্তি শৃংখলা ভংগ হওয়ার সম্ভবনা রয়েছে। মিজান শেখ জানান, তার তেমন কাগজপত্রাদী নেই, তবে ঐ জমির কতক অংশ তার দখলে রয়েছে। উভয় পক্ষের বৈধ কাগজপত্রাদী পর্যালোচনা পূর্বক সঠিক সীমানা নির্ধারনে জমি জরিপ করানোর জন্য যথাযথ সরকারী হস্তক্ষেপ কামনা করেছেন এস, এম আব্দুল্যাহ আল বাপ্পী। 8,569,922 total views, 8,627 views today |
|
|
|