এপ্রিল ২৬, ২০২৩
আশাশুনিতে নমুনা শস্য কর্তন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সভা ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৃথক পৃথক ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিক। সভায় ৮০% ধান পাকার সাথে সাথে ধান কর্তন করা, ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়া নিশ্চিত করাসহ বিভিন্ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার শোভনালী ইউনিয়নে কৃষক বাপ্পী সমদ্দারের হিরা-২ ধান ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়। অতিথিবৃন্দের উপস্থিতিতে এলাকার কৃষকদের সম্পৃক্ত করে নমুনা শস্য কর্তন শেষে দেখা যায়, জমিতে হেক্টর প্রতি ৭.৯৭ মে.টন এবং বিঘা প্রতি ২৬.৬২ মন ফসল উৎপাদিত হয়েছে। 8,570,411 total views, 9,116 views today |
|
|
|