নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ৮ টি থানায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৪৬ ব্যক্তিকে আটক করেছে। গত কাল বুধবার (১৯ এপ্রিল) ভোর রাতে অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী জানান, কলারোয়া থানা পুলিশ মাদক মামলার দুই জনসহ নাশকাতা মামলার ১৩ জন আসামী গ্রেপ্তার করে।
কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করে। আশাশুনি থানা পুলিশ রাতভোর অভিযান চালিয়ে নাশকতা মামলার বিএনপি জামায়াতের ৬ জন গ্রপ্তার করেছে।
তালা থানা পুলিশ ৫ জামায়াত বিএনটি কর্মীকে গ্রেপ্তার করে। পাটকেলঘাটা থানা পুলিশ ভোর রাতে ৫ জন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে। এছাড়া সাতক্ষীরা সদর থানায় ৪ জন ও দেবহাটা থানায় ১ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনা করে স্ব স্ব থানার অভিযানিক দল ২ টি ককটেল বোমা ৪ টি সেভেন আপের কাচের বোতলে ৮০০ মিলি পেট্রোল, ৩ টি জর্দ্দার কৌটা, ১৪ টি জালের কাটি, ১৫টি লোহার বল, ৫ টুকরো জর্দ্দার কৌটার অংশ, ৮ টুকরো লাল কসটেপ ,২ টি প্লাস্টিকের বোতলে ১ লিটার পেট্রোল জব্দ করে।
এসব ঘটনায় সদর থানায় ২ টি, কলারোয়া থানায় ১ টি ও পাটকেলঘাটা থানায় ১ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।