Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বিষাক্ত কেমিকেল দিয়ে পাকানো ৭০ ক্যারেট আম ধ্বংস

নিজস্ব প্রতিনিধি: অপরিপক্ক আমে বিষাক্ত কেমিকেল ঢেলে পাকা আম হিসেবে বাজারজাত করার প্রাক্কালে ৭০ ক্যারেট আম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর ফিলিং স্টেশনের টিনশেডের ভিতর থেকে এ আম জব্দ করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, অপরিপক্ক আম কেমিকেল দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। পরে ওই ফিলিং স্টেশনের টিনের শেডের মধ্যে রাখা ৭০ ক্যারেট আম জব্দ করা হয়। জব্দকৃত আম উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরে জমা রাখা হয়। বুধবার সকালে ওই আম উপজেলা পরিষদ চত্বরে ট্রাক দিয়ে পিষে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল, উপপরিদর্শক অমিত কুমার ঘোষ ও উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version