নিজস্ব প্রতিনিধি : সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ঢাকা পোস্ট’র জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, দৈনিক পত্রদূতের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য বাবলা আহমেদ, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, জিএম বারী, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্যাহ বাহার, ফজলুল হক, সোহরাব হোসেন সবুজ, ইব্রাহিম খলিল, তরিকুল ইসলাম লাভলু, মোখলেসুর রহমান মুকুল, আবুল কালাম বিন আকবর, মোল্যা সালাম, মাসুম বিল্যাহ, মো. শের আলী, মাসুদ খান প্রমুখ। এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে দ্রæত ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।