শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মারপিট, বসতবাড়ী ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা হয়েছে। মামলা নং ৪৪। মামলাটি দায়ের করেন-গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপারঃ মুহাঃ গোলাম মোস্তফা। তিনি গাবুরার মৃত আব্দুল আজিজ মোড়লের পুত্র। মামলা সূত্রে প্রকাশ, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে চরম ভাবে শত্রæতা পোষন করত একই এলাকার মোঃ গোলাম ছরোয়ার, গোলাম কিবরিয়া, কাশেম আলী, আতিয়ার রহমান, সবুজ গাজী, মোঃ নান্নু গাজী, মোঃ শান্ত গাজী (২৫), মোঃ সাব্বির সরদার, মাকছু গাজী, মোঃ মিন্টু কাগুচী, আকবর কাগুচী প্রমুখ। তারা বিভিন্ন ভাবে হয়রানী করে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে বিষয়টি পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় কয়েক দফায় বসাবসি করে আপোষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হন সুপারঃ গোলাম মোস্তফা।
তারা তার ভিটা বাড়ী থেকে উচ্ছেদ ও বিতাড়িত করার লক্ষ্যে জীবন নাশের ভয়-ভীতি হুমকি ধামকি অব্যাহত রাখে। গত ২৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে রামদা, চাইনিজ কুড়াল, ছোট বড় সাইজের লাঠি, লোহার রড, ধারালো দা, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অঙ্গে সঙ্গে সজ্জিত সহকারে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে তার বসত বাড়ির মধ্যে অন্যায় অনধিকার প্রবেশ করে। বসত ঘরের দরজা ভেঙ ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, সাংসরিক মালামাল লাঠি ও লোহার রড দিয়ে বাড়িয়ে ভাংচুর করে আনু: দেড় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি করে। তাদের কর্মে বাধা দিতে গিয়ে মারাত্মক মারপিট ঘটনায় নীলা ফোলা জখম করা, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে ঠেকাতে গিয়ে হাতের কনিষ্ঠ আঙুলে লেগে আঙুল ভেঙে যায়। তার আলমারীর ড্রয়ারের তালা ভেঙ্গে তার মধ্যে রাখা নগদ প্রায় আশি হাজার টাকা, স্বর্ণের অলংকার, রূপার অলংকার, জমির কাগজপত্র, মাদ্রাসার অফিসিয়াল কাগজপত্রসহ তারা নিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আহাদুজ্জামান জানান, মামলার আসামী সবুজ গাজী ও সাব্বির সরদারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেফতার করতে চেষ্টা অব্যহত রয়েছে।