এপ্রিল ১০, ২০২৩
শ্যামনগরে বাংলা নববর্ষ ও মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোস্তফা কামালঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলা ১৪৩০ নববর্ষ উদযাপন ও ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০এপ্রিল( সোমবার ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাইদ, শ্যামনগর থানা ওসি (তদন্ত) হাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। রমজানের পবিত্রতা বজায় রেখে সরকারি নির্দেশনায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত ফান্ডে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং অন্যদের কে এ ফান্ডে যাকাত প্রদানে উৎসাহিত করেন। 8,569,038 total views, 7,743 views today |
|
|
|