এপ্রিল ১৭, ২০২৩
শ্যামনগরে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও পুষ্টপোষকতায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত¡াবধানে র্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্য মুক্ত। প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। বর্তমানে সুন্দরবনে জলদস্যু মুক্ত। জেলেদের উপার্জনের ভাগ বর্তমানে কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী,বাওয়ালী,বনজীবি, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে বিশেষ করে মৎস্যজীবিরা। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনায় বিষয়টি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে র্যাব ফোর্সেস ডিজির পক্ষ হতে আত্মসমর্পন কারি ২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়। তার মধ্যে সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ৫৪ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছিল চাউল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি, গুড়াদুধ, লবন, কিসমিস, জিরা, এলাজ, দারুচিনি, পেয়াচ, আলুও বাদাম। এ সময় উপস্থিত ছিলেন র্যাব ৮এর এ এস পি তায়জুল ইসলাম, ডি এ ডি এনামুল হক ও এস আই উজ্জ্বল কুমার বিশ্বাস প্রমুখ। ঈদ সামগ্রী বিতরণ শেষে র্যাব ৮এর এ এস পি তায়জুল ইসলাম আত্মসমর্পণকৃত জলদস্যুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 8,569,125 total views, 7,830 views today |
|
|
|