শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় ভারত থেকে পাচার হয়ে আসা অর্ধকোটি টাকা মূল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করেন।
ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করে। শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা। এবিষয়ে নাভারণ সার্কেলের (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, পলাতক মাদক পাচারকারীদের আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।