নিজস্ব প্রতিনিধি : স্কুল ঈদের ছুটি হওয়ার আগে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুলের সকল ছোট্ট সোনামনিদের ঈদ কার্ড উপহার দিয়ে আগাম ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিত স্কুল ক্যাম্পাসে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ঈদ কার্ড তুলেদেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন, দৈনিক বাংলা’র সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসাইন, স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল।
অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, কোমলমতি শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এটা আমার চাকুরি জীবনে প্রথম। এটি স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে শিশুদের নিজের হাতে প্রস্তুতকরা ঈদ কার্ডগুলো আমার মন কেড়েছে। এধরনের উদ্যোগগুলো পরস্পরের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। শিশুদের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরি হবে।
বেলাল হোসাইন বলেন, শিশুদের নিয়ে এমন একটি উদ্যোগ নেওয়ায় সত্যি মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক কে ধন্যবাদ দিতে হয়। আমাদের শিশু দের মধ্যে সম্পৃতির বন্ধন সৃষ্টি করার লক্ষ্যে এমন আয়োজন আরো করা প্রয়োজন।
স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন, আমরা ছোট বেলায় ঈদ আসলে বন্ধুূদের মাঝে একে অপরের মধ্যে ঈদ কার্ড বিনিময় করতাম। এখন একবিংশ শতাব্দীতে দাড়িয়ে আমরা এই আনন্দ টুকু হারাতে বসেছি। তাই আবার শুরু করতে চাই ছোট ছোট শিশুদের মাঝে ঈদ কার্ড বিলানোর আনন্দ। এ সময় স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষিকা সৌমিতা রানী (তিথি মিস)।