নিজস্ব প্রতিবেদক : ‘সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শুক্রবার সকাল ০৯টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে ও সরকারি বেসরকারি সংস্থার অংশগ্রহনে সিভিল সার্জন কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ সজিবুর রহমান।
এ সময় তিনি বলেন, সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নিয়মিত সুষম খাবার গ্রহণের চেষ্টা করতে হবে। বাইরের খোলা এবং বাসায় বাসি খাবার না খাওয়া। ধূমপান, তামাকজাত দ্রব্য কোনভাবে গ্রহণ করা যাবে না। অসুস্থ হওয়ার সাথে সাথে হাসপাতালে চিকিৎসা নিন তবে নিজেকে সুস্থ রাখতে সক্ষম হবেন। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, ডাঃ জয়ন্ত কুমার সরকার, ডাঃ তীদিব কুমার ঘোষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এমকে আশেক নেওয়াজ, পাবলিক হেলথ নার্স নাসরিন সুলতানা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ বিশ্বাস, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক সুরাইয়া খাতুন, এনজিও প্রতিনিধ এড. মনির উদ্দীন, সুশীলন এনজিও প্রতিনিধি জিএম মনির, সঞ্জু সরকার প্রমুখ। এসময় সদর হাসপাতালের স্টাফ নার্স, নাসিং ইনস্টিউটর শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।