Site icon suprovatsatkhira.com

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা বাগাআঁচড়া ইউনিয়নে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো লক্ষ্যে সাপ্তাহিক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল রোজ শনিবার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুম সাপ্তাহিক বীট পুলিশিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকে অনুষ্ঠানে প্রধান উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অভিযানের উপরে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি মোঃ আকিকুল ইসলাম আকিক। তিনি বলেন যারা মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত আছে তাদেরকে কঠোর নজরদারিতে রাখতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানার তদন্ত ওসি মোঃ শাহাদাত হোসেন,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কজী মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ আবু সাঈদ, ইউপি সদস্য মোঃ মোজাম্মেল গাজী, মোঃ মতিয়ার রহমান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আবু তালেব,মহিলা ইউপি সদস্য শালিমা খাতুন, শারমিন সুলতানা, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, আবুল কালাম।
এর পূর্বে শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব আকিকুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের শার্শা থানার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুজ্জামান মন্টু,মোঃ হুমায়ুন কবির মিরাজ, মোঃ এবিএস রনি, মোঃ শাহারুল ইসলাম রাজ সহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version