Site icon suprovatsatkhira.com

পরিমাপে কম দেওয়ার অপরাধে আশাশুনির দুটি পেট্রোল পাম্প সীলগালা ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পরিমাপে কম দেওয়া ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে বুধহাটা ও মহেশ্বরকাটির দুটি পেট্রোল পাম্পে জরিমানা ও সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

এসময় মহেশ্বরকাটির মেসার্স আন্না ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি ও ভোক্তাদের সাথে প্রতারনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় পাম্পের ম্যানেজার সেফাতুল্লাহকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে পাম্পের একটি মেশিন সীলগালা করা হয়। এরপরে বুধহাটায় বাজারের মেসার্স রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version