Site icon suprovatsatkhira.com

দেবহাটায় প্রেসক্রিপশন ছাড়া মানহীন ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া এবং নি¤œ মানের ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে অবস্থিত ফার্মেসিগুলোতে গিয়ে ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত ঔষধ ছাড়া মানহীন কোম্পানি বিরুদ্ধে এ অভিযান শুরু করেছেন। অভিযান কালে নামসর্বস্ব কোম্পানি কর্তৃক যাতে ঔষধের নামে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে ফার্মেসি মালিক ও সাধারণ ক্রেতাদের সচেতন করছেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু কোম্পানির মানহীন ঔষধ নজর আসার পর বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ও বিক্রেতাদের সাথে তিনি মতবিনিময় করেছেন। তিনি আরো জানান, উচ্চ লাভের আশায় বিভিন্ন ফার্মেসিতে প্রেসক্রিপশনের লেখা ঔষধ নেই বলে ভিন্ন কোম্পানির ঔষধ নিতে উৎসাহিত করেন অনেক বিক্রেতা। এছাড়া বিভিন্ন প্রলোভনে অনেক গ্রাম্য চিকিৎসক মানহীন ঔষধ লিখে থাকেন। এসময় বিষয়গুলো অভিযোগ পেয়ে নি¤œ মানের ও প্রেসক্রিপশন বিহীন ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযানে নামেন তিনি। তারই ধারাবাহিতায় গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেসার্স রহমান ফার্মেসীর পরিচালক আব্দুল আলিমকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮’গ ধারা লঙ্ঘনের অপরাধে ২৭ ধারা মোতাবেক দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত, সহকারী প্রোগামার (আইসিটি) ইমরান হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version