Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার ( ১৭ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সাড়ে ৯ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানাউল্লাহ মাসুম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক, ত্রাণ ও শিল্প বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোদন মোহন পাল প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীনতা অর্জনের পথে এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির আলোকবর্তিকা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন বাংলাদেশের নাম। পরে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগীতায় আংশ গ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version