তালা প্রতিনিধি : তালায় সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা খানপুর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, সংস্থার ইয়ুথ একশন ফর সোশ্যাল ইনক্লুশন-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইয়ুথ কমিটির সভাপতি বাসুদেব দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প প্রধান বিকাশ কুমার দাস। দীপ্তি রানী দাশের পরিচালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পবিত্র কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে ইয়ুথ কমিটির পক্ষে মিতালী দাস, আরতী দাস, সুমনা দাস, মদন কুমার দাস, বাসুদেব দাস ও ডাবলু দাস প্রমুখ বক্তৃতা করেন।
সভায় ইন্টারনেট ভিত্তিক সামাজিক গনমাধ্যম বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং টিকটক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার জন্য কি করা যাবে এবং কি করা যাবেনা তার উপর আলোচনা হয়। সভায় এলাকার ইয়ুথ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালায় সামাজিক গণমাধ্যম ব্যবহারে সচেতনতামূক সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/