তালা প্রতিনিধি : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহনে বাল্য বিবাহ ও বর্ণ বৈষম্য প্রতিরোধ,অভ্যাসগত এবং মনোসামাজিক পরিবর্তন সহ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবার লক্ষ্যে তালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে রোববার সকালে উপজেলার ধুলন্ডা গ্রামে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাশ বিষয় ভিত্তিক মূল তথ্য আলোচনা করে। সংশ্লিষ্ট সংস্থার প্রকল্প সমন্বয়কারী নেপাল দাশ’র সঞ্চালনায়, স্পন্সরশীপ কর্মী অঞ্জনা দাশ সহ দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহেন্দ্র দাশ এবং ২০জন কিশোরী শিক্ষার্থী উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/