Site icon suprovatsatkhira.com

কয়রায় বেড়িবাঁধের ইটের সলিং রাস্তার বেহাল অবস্থা

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড ৬নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর তীরে অবস্তিত বেড়িবাঁধের ইটের সলিং রাস্তা ভেঙে ইট উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলের সুবিধার্থে ভাঙা রাস্তা দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরজমিনে তারা জানান, প্রায় ১কিলোমিটারের মধ্যে রাস্তার অধিকাংশ জায়গা ভেঙে রাস্তার ইট এলামেলো হয়ে গিয়েছে। এছাড়া কিছু কিছু জায়গার ইট নেই। ফলে রাস্তাটি চলাচলের জন্য ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ওই এলকার স্থানীয় বাসিন্দারা বলেন, এই বেড়িবাঁধ দিয়ে প্রতি দিন আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েরা স্কুল, মাদ্রাসায় যায়।

তাদের যেতে ভোগান্তি পোহাতে হয়। তারা আরো বলেন, এই বেড়িবাঁধ দিয়ে অবৈধ ট্রলি চলাচল করে সেই কারণে বেড়িবাঁধটি বেশি নষ্ট হয়ে গেছে। তাদের দাবি নষ্ট হয়ে যাওয়া ইটের সলিং রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। যাতে করে ছোটো ছোটো ছেলে মেয়েরা ভালো ভাবে স্কুল, মাদ্রাসায় যেতে পারে। সাধারণ মানুষ ও সুষ্ঠুভাবে চলাচল করতে পারে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version