Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে নদীতে মাছ ধরতে যেয়ে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে রামপ্রসাদ হালদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে খান বাহাদুর আহছান উল্লা (র.) সেতুর নিচে কাঁকশিয়ালী নদীতে। নিহত রামপ্রসাদ হালদার উপজেলা সদরের বাজারগ্রামের সন্তোষ হালদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু মুসা সরদার জানান, রামপ্রসাদ হালদার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তিনি শনিবার সকালে নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। দীর্ঘক্ষণ বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দিলে তাদের একটি ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে বেলা ৩ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। নদীতে জাল পাতানোর সময় স্রোতের কারণে জালে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version