Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকার সম্ভ্রমহানীর অভিযোগ

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ১২৩ নং মুরারীকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানউল্লার বিরুদ্ধে সহকারি শিক্ষিকাকে সম্ভ্রমহানীর শঙ্কার অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুরারীকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে শিক্ষকতা করা কালীন বিভিন্ন সময়ে অশালীন আচারন করতে থাকেন প্রধান শিক্ষক এবং নানা অজুহাতে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। প্রধান শিক্ষক আহসানউল্লার এই সমস্ত অনৈতিক কর্মকান্ড থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগের প্রেক্ষিতে এক অফিস আদেশের মাধ্যমে মুরারীকাঠি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৬/০৩/২৩ তারিখে ১০৪ নং তৈলকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি শিক্ষিকা হিসেবে যোগদান করার নির্দেশ প্রদান করেন।

এই বদলির খবর জানতে পেরে প্রধান শিক্ষক আহসানউল্লাহ ২৭/০৩/২৩ তারিখে বিকাল সাড়ে ৪ টায় ঐ শিক্ষিকার বাসায় যেয়ে জোর পূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটা না পেরে শিক্ষিকার মোবাইল নাম্বার জোর পূর্বক নিয়ে নেয়। এই ঘটনায় প্রধান শিক্ষক আহসানউল্লার হাত থেকে বাঁচার জন্য এবং জীবনের নিরাপত্তা চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক আহসানউল্লাহ বলেন, শুনেছি আমার বিষয়ে অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যা। অভিযোগ পাওয়ার বিষয় স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপজেলা বিআরডিবি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে দিয়েছেন। তদন্তের পর পুরা ঘটনা সম্পর্কে বলা যাবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version