নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে ২০০ মিলি এলএসডি(লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) সহ মোঃ ইসহাক(৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটক চোরাচালানী একই এলাকার আব্দুল মজিদের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে কাকডাঙা সীমান্তের কেড়াগাঁছি নামক স্থানে অভিযান চালিয়ে আসামী সহ এই মাদক আটক করা হয়। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
বিজিবি অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে কেড়াগাঁছি গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল নিষিদ্ধ মাদকসহ ওই আসামীকে আটক করা হয়। প্রতি বোতলে ৫০ মিলি এলএসডি থাকে। আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৩)।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/