এপ্রিল ১০, ২০২৩
কলরোয়ায় প্রবাসীর জমিতে জোর পূর্বক রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের প্রবাসী জিয়ারুল ইসলামের ক্রয়কৃত ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক রাস্তা নির্মাণ করে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে একই গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মহিবুল্লাহ অবৈধ ভাবে জমি দখল করে রাস্তা নির্মাণ করে নিতে একটি অনিবন্ধিত নিউজ পোর্টালে প্রবাসীর স্ত্রীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রদান করে একটি ভিডিও প্রকাশ করে। যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রকৃত তথ্য গোপন করে এই মিথ্যা ভিডিও প্রকাশ করেন। প্রকৃত ঘটনা হলো প্রবাসী জিয়ারুল ইসলাম ও খায়রুল ইসলামের দেওয়া রাস্তা দীর্ঘ ২০ বছর যাবৎ মহিবুল্লাহ ব্যবহার করে আসছে। জিয়ারুল বিদেশে থাকার সুযোগে সুচুতর মহিবুল্লাহ তার যাতায়াতের সুবিধার্থে পাশের ক্রয় করা জমিতে রাস্তা নির্মাণ করার পাঁয়তারা করতে থাকে এবং প্রবাসীর স্ত্রী নীলা পারভীনকে বিভিন্ন হুমকি ভয়ভীতি দেখাতে থাকলে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে মামলা করেন। গত ১৫/০৩/২৩ তারিখে দায়রা জজ আদালত সাতক্ষীরা মামলার রায়ে এসএ ১৫৮ নং খতিয়ানে ২৮৩৭ নং দাগে কোন রাস্তা নাই মর্মে রায় প্রদান করেন। রায়ের খবর জানতে পেরে মহিবুল্লাহ জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন অব্যহত রেখেছেন এবং প্রবাসীর স্ত্রীকে তার দেবর আনারুল ইসলাম সহযোগীতা করায় তাকে মার ধরের হুমকি দিয়ে আসছেন প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী নীলা পারভীন আইনগত সহায়তার জন্য কলারোয়া থানা এবং জেলা প্রশাসকের সহযোগীতা কামনা করেছেন। 8,561,586 total views, 291 views today |
|
|
|