নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সভা ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৃথক পৃথক ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে প্রথমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিক। সভায় ৮০% ধান পাকার সাথে সাথে ধান কর্তন করা, ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়া নিশ্চিত করাসহ বিভিন্ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার শোভনালী ইউনিয়নে কৃষক বাপ্পী সমদ্দারের হিরা-২ ধান ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়। অতিথিবৃন্দের উপস্থিতিতে এলাকার কৃষকদের সম্পৃক্ত করে নমুনা শস্য কর্তন শেষে দেখা যায়, জমিতে হেক্টর প্রতি ৭.৯৭ মে.টন এবং বিঘা প্রতি ২৬.৬২ মন ফসল উৎপাদিত হয়েছে।