এপ্রিল ৯, ২০২৩
আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপারঃ, আয়া ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ কার্যক্রমে বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছেন। বিজ্ঞ শ্যামনগর সহকারী জজ আদালত, সাতক্ষীরা বরাবরে দেং ১১০/২০২৩ নং মামলাটি দায়ের করেন মাদ্রাসার দাতা সদস্য জি, এম, মতিয়ার রহমান। মামলা সূত্রে প্রকাশ, মাদ্রাসার বর্তমান সভাপতি জি, এম, আলতাব হোসেনের কন্যা ফাতিমা খাতুন এ মাদ্রাসায় পড়ালেখা না করে হাওয়ালভাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অথচ জি, এম, আলতাব হোসেন কে অভিভাবক সদস্য দেখানো হয়েছে। জি, এম, আলতাব হোসেনকে তর্কিত ম্যানেজিং কমিটির সভাপতি করে ১ জন করে সহ-সুপারঃ, আয়া ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দিতে বিগত ৭/৩/২০২৩ তারিখে দৈনিক পত্রদূত ও দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শ্যামনগর ও কালিগঞ্জে সমস্ত পত্রিকা খরিদ করার অভিযোগ উঠে। আয়া পদে সভাপতির ভাগ্নে সুমী, সহ-সুপার পদে সফিকুল গাজী ও নিরাপত্তাকর্মী পদে সোহাগকে নিয়োগ করতে চুড়ান্ত করার অভিযোগ উঠানো হয়। বিজ্ঞ আদালত এ নিয়োগ কার্যক্রম অস্থায়ী নিষেজ্ঞার আদেশ দ্বারা যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে মর্মে বাদীর আইনজীবী প্রণব কুমার সরকার জানান। এ নির্দেশনায় বর্তমান নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। সভাপতি জি, এম, আলতাব হোসেন জানান, সকল কার্যক্রম বিধিগত ভাবে হয়েছে, পরবর্তী ধার্য তারিখ ৩০/৪/২০২৩ এ, নোটিশ পেয়েছি, আইনগত পদক্ষেপে পরবর্তীতে বিজ্ঞ আদালতে রায়ের মাধ্যমে বাস্তব সত্যটা প্রকাশ পাবে। 8,569,237 total views, 7,942 views today |
|
|
|