এপ্রিল ১০, ২০২৩
সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং
![]() প্রেস বিজ্ঞপ্তি : ১০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭নং কক্ষে ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন গ্রæপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং’’ অনুষ্ঠিত হয়েছে। সভায় এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সমস্যা, যেমন: বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, অন্তর্বিভাগে নিরাপদ পানির অভাব, দালালের দৌরাত্ম্য, অকার্যকর ব্রেস্টফিডিং কর্নার, কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার, অনৈতিক লেনদেন ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাভোকেসী সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এসিজি’র সমন্বয়ক মো. মনিরুল ইসলাম মিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহŸায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সহ-সমন্বয়ক মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সেবাগ্রহীতা সাজেদা সুলতানা, এসিজি সদস্য মোছা. আফরোজা, ইয়েস সদস্য হুমায়রা ফারজানা, মো. মাছুম বিল্লাহ প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। 6,819,158 total views, 824 views today |
|
|
|