এপ্রিল ১৫, ২০২৩
সাতক্ষীরায় শেষ হলো তিনদিনব্যাপি চড়ক পুজা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শেষ হলো তিনদিনব্যাপি চড়ক পূজা। শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের শিবতলা শিবমন্দির চত্বরে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শিবভক্তদের সমাগম হয়। পরে হনুমান ভাঙেন। শনিবার সকালে সকল সন্ন্যাসী পবিত্র স্নান শেষে শিবগোত্র ত্যাগ করে নিজ গোত্র পরিধান করবেন। মহাদেব সকল পাপ থেকে মুক্তি দেেেবন এ আশায় শতাধিক নারী ও পুরুষ তিনদিনব্যাপি উপবাস করে থাকেন। 6,208,464 total views, 3,595 views today |
|
|
|