Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা!

নিজস্ব প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের বরা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলার আসামিরা হলেন, দৈনিক ভোরের পাতা নিজস্ব প্রতিনিধি ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন , সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিবেদক হোসেন আলী, জাতীয় দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ ও সাতক্ষীরার স্থানীয় পত্রিকা দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি শাহীন বিশ্বাস।

মামলা সুত্রে জানা যায়, গত ২ এপ্রিল শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদারের নিকটে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা বাদিকে মারপিট করে তার কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমন নানা ধরনের মিথ্যা অসংগতিপূর্ণ কারণ দেখিয়ে মামলা দায়ের করেছে আদালতে। আদালত মামলাটি আগামী ২৩ মে তারিখের ভেতরে তদন্ত-পূর্বক প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version