এপ্রিল ১, ২০২৩
শ্যামনগরে সরকারি সোলার পাম্প আত্মসাতের অভিযোগ
![]() শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের কুলতলী গ্রামে জেলা পরিষদ পুকুরের সরকারি সোলার পিএসএফ পাম্প আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদার জহুরুল ইসলাম রুবেলের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, প্রায় ১০ মাস পূর্বে কুলতলী গ্রামে জেলা পরিষদ পুকুরের সরকারি সোলার পিএসএফ পাম্প সংস্কারের নামে পাম্প ও নগদ ২ হাজার টাকা নেন ঠিকাদার জহুরুল ইসলাম রুবেল। পাম্পটির মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। দীর্ঘদিন সোলার পিএসএফ পাম্পটি না দেয়ায় নিরাপদ ও সুপেয় পানি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। পাম্পটি না থাকায় বর্তমানে পিএসএফটি বিকল বা নষ্ট হয়ে রয়েছে। সরকারি সম্পদ এভাবে প্রতারণা করে নিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। তিনি পাম্পটি দিতে কালক্ষেপণ করেই চলেছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। তারা আরো জানান, এলাকার শত শত পরিবার সুপেয় ও নিরাপদ পানি না পেয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন। গরমে পবিত্র রমজান মাসে বিশুদ্ধ পানির অভাবে মানুষের পানি বাহিত রোগ হচ্ছে। গ্রামের বয়োবৃদ্ধা নারী, পুরুষ ও শিশুরা দূর দুরান্ত থেকে প্রত্যহ পানি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার জহুরুল ইসলাম রুবেল জানান, ‘খুলনায় যাচ্ছি, ৮/১০দিন পরে কুলতলীতে গিয়ে বিষয়টি দেখবো’। সংশ্লিষ্ঠ জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা জানান, জরুরী ভিত্তিতে বিষয়টি আইনগত পদক্ষেপ নেয়া হবে। শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, যথাযথ অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এদিকে সরকারি সোলার পিএসএফ পাম্পটি উদ্ধার পূর্বক বিশুদ্ধ পানি পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 6,247,988 total views, 1,806 views today |
|
|
|