এপ্রিল ২৬, ২০২৩
শ্যামনগরে রেকডীয় জমির উপর দিয়ে খাল খননে বাধা দেওয়ায় হুমকি, থানায় জিডি, জেলা প্রশাসকের কাছে অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়ায় রেকডীয় জমির মালিককে ক্ষতিপূরণ না দিয়ে দেউলি-ভেগমপুর বাউÐারি খাল খনন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় হুমকির ঘটনায় সাধারণ ডায়েরী করার পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে নাগবাটি গ্রামের আবু জাফর, কাটুনিয়ার রফিকুল ইসলাম, কাশিমপুরের সাহাবুবর রহমান, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবুসহ কয়েকজন বিএডিসি’র প্রকৌশলী ইবনে সিনার কথামত তার (মুজিবর) দেউলি মৌজার ৪৭০ খতিয়ানের হাল ৮৫১ দাগের ৪১ শতক রেকডীয় জমিতে জোরপূর্বক এসকেভেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেন। মাটি কাটতে বাধা দেওয়ায় তাকে মাটি দিয়ে চাপা দেওয়ার হুমকি দেওয়া হয়।দেউলি, কাশিমপুর, ভেগমপুর ও ভুরুলিয়া মৌজার আমার ছয় বিঘা রেকডীয় জমি ওই খাল খননের আওতায় রয়েছে বলে তাকে জানিয়ে দেওয়া হয়। গত ইংরাজী ১৭ এপ্রিল ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে দেউলি-ভেগমপুর বাউÐরি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংসদ এসএম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, বিএডিসি প্রকৌশলী ইবনে সিনহা, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একে জাফরুল আলম বাবু। মোঃ মুজিবর রহমান আরো জানান, কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে বা প্রকল্প গ্রহণকালে তাকে না জানিয়ে তার রেকডীয় জমিতে খাল খননে বাধা দেওয়ায় হুমকির ঘটনায় তিনি জাফরুল আলম বাবুসহ চারজনের নাম উল্লেখ করে গত ১৯ এপ্রিল শ্যামনগর থানায় ৯৫৭ নং সাধারণ ডায়েরী করেন। এমনকি গত ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপরও তার জমির উপর দিয়ে জোরপূর্বক খাল কাটা হবে বলে তিনি আশাঙ্কা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কাশিমপুর-ভেগমপুর বাউÐারি খাল খনন কমিটির সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, মোঃ মুজিবর রহমানের অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। সরেজমিনে তদন্ত করেই খাল খননের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 8,570,372 total views, 9,077 views today |
|
|
|