মোস্তফা কামালঃ সাতক্ষীরার শ্যামনগরের আবাদচন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না মঞ্জুর করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা যায়, আবাদচন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের বিরুদ্ধে তাসলিমা বেগম গং অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কে তদন্তপূর্বক মতামতের প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়। দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে ভোটার তালিকা ত্রুটি সম্পর্কিত অভিযোগ প্রমাণিত হওয়ায় দাখিলকৃত ম্যানেজিং কমিটি অনুমোদনের আবেদন না মঞ্জুর করা হয়।
প্রধানশিক্ষক মোশারফ হোসেন বিগত ২০/১২/২০২২ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এ ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য প্রবিধান ২০০৯ এর ৭ ও ৮ ধারা অনুযায়ী আবেদন করলে ইহা না মঞ্জুর হয়। শ্যামনগর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আইয়ুব জানান, তার পিতা ও চাচাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি সুপ্রতিষ্ঠিত হলেও কমিটি গঠনে ভোটার তালিকায় চরম অনিয়ম করায় এর সুনাম ক্ষুন্ন হতে চলেছে। সভাপতি দাবী করে আজিজুল হক বলেন, বিধিগত ভাবে কমিটি গঠন হলেও তা নিয়ে বিভিন্ন প্রকার হয়রানী করা হচ্ছে, বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালতের রায়েই চুড়ান্ত বিবেচিত হবে।