এপ্রিল ১৬, ২০২৩
বেনাপোলে ইয়াবাসহ ৩ মাদক মামলার আসামি আটক
শার্শা, যশোর প্রতিনিধি: বেনাপোলে পোর্ট থানা পুলিশের অভিযানে ৩০০ ইয়াবাসহ তিন জন মাদক মামলার আসামি আটক। ১৬ই এপ্রিল রবিবার বিকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভাযানে ইমরান হোসেন সানি (২৮), শাহরিয়ার হাসান(৩১) ও মোঃ রাকিব হোসেন নামে তিনজন মাদক মামলার আসামিকে ৩০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।ঐ সময় আসামিদের ব্যাবহারিত প্রাইভেট কারটিও জব্দ করে পোর্ট থানা পুলিশ।
আটক আসামি ইমরান হোসেন ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে। দ্বিতীয় আসামি শাহারিয়ার হাসান যশোর কোতোয়ালী থানার পালবাড়ীর আব্দুস ছাত্তারের ছেলে ও তৃতীয় আসামি রাকিব হোসেন কোতোয়ালি থানার রেলগেট ৫নং ওয়াডের মোঃ বাবলুর ছেলে। 8,413,012 total views, 1,165 views today |
|
|
|