Site icon suprovatsatkhira.com

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে হবে পরবর্তী সরকার-

বিদ্যুৎ, তেল গ্যাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসি দুর্নীতির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টায় সাতক্ষীরা সদরের তালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়া।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের আইন বিষয়ক সম্পাদক এড. মনির হোসেন মারুফ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহŸায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহŸায়ক এড. নুরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,আশাশুনি উপজেলা বিএনপির আহŸায়ক হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক ইবাদুল ইসলাম,জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ,শ্যামনগর উপজেলা বিএনপির আহŸায়ক সোলায়মান কবির, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহŸায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম বাবলু, ইয়াছিন আলী, মতিনুর রহমান কচি, নাছির উদ্দীন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা মহিলা দলের সভাপতি ফরিদ আক্তার বিউটি, মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক মাহমুদুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মির্জা অর্ঘ্য, পৌর বিএনপির সদস্য ইসমাইল হোসেন বাবু, ফেরদৌসুর রহমান, মুহিত, রোকনুজ্জামান, সদর থানার সদস্য সচিব সোহেল রানা, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহŸায়ক ফাহিম, শিহাব, উৎস্য, রিফাত, যুব নেতা রাজা প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, ইনশাল্লাহ ২০২৩ এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে। তিনি বলেন আওয়ামী লীগের লোকজনও এ সরকারের পতন চায়। তারা যখন বাজারে যায় তখন সরকারকে মনে থেকে গালি দেয়। প্রশাসনের লোকেরা ও বাজারে গিয়ে সরকারকে গালি দেয় বলে শোনা যায়। তিনি বলেন, বিএনপি জনগনের দলের। বিএনপি ক্ষমতায় গেলে জনগন শান্তিতে থাকে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ মনোনয়ন দিতে প্রার্থী খুঁজে পাবেনা
সভাপতি এডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, যতক্ষণ এ সরকারের পতন না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকব। তারেক রহমানের নির্দেশিত কর্মসূচি বাস্তবায়নে আমরা বুকের রক্ত দিতে প্রস্তত আছি। অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব না। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version